আজ বৃহস্পতিবার সকাল ৯টায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। চুয়াডাঙ্গায় অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, টানা দুই দিন মৃদু শৈত্যপ্রবাহের পর চুয়াডাঙ্গায় আজ থেকে আবারও মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৯৭ শতাংশ।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সকাল ছয়টার পর থেকে এলাকাভেদে কুয়াশা শুরু হয়েছে। তবে ওপরের আকাশ পরিষ্কার। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও যশোর জেলা এবং রাজশাহী ও রংপুর বিভাগে তাপমাত্রা ক্রমেই নামতে থাকবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ শাখা থেকে জানা গেছে, চলতি মৌসুমে সরকারিভাবে এখন পর্যন্ত ২১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। সমাজের বিত্তশালী লোকজনকে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।