উইজডেনের চোখে বরশ-সেরা এবাদতের সেই স্পেলটিই ।

Ebadot-Cricket-Newzealand-collected
Spread the love

গত বছর এবাদত হোসেনের সবচেয়ে বেশি উইকেট না পেলেও উইজডেনের চোখে বর্ষসেরা স্পেলের পুরস্কারটা পেলেন বাংলাদেশের এই পেসার। নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়েছিলেন ১৬৯-এ মাউন্ট মঙ্গানুই টেস্টে, একাই ৪৬ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি । এরই স্বীকৃতি পেলেন উইজডেনের বর্ষসেরা স্পেলের পুরস্কার জিতে।

এবাদতের কল্যাণেই নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।  প্রথম ইনিংসে ৩২৮ রান করেছিল নিউজিল্যান্ড। এরপর মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসের ফিফটিতে বাংলাদেশ করে ৪৫৮ রান। দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নেমে এবাদতের তোপের মুখে পড়ে কিউইরা। গুটিয়ে যায় মাত্র ১৬৯ রানেই। এরপর ৪০ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই পাড়ি দেয় টাইগাররা।  

এবাদত পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, ইংল্যান্ডের অলি রবিনসন ও শ্রীলঙ্কার প্রবথ জয়সুরিয়াকে। উইজডেনের চোখে এবাদতের সেই স্পেলকে কেউই ছাপিয়ে যেতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *