ব্র্যাক ব্যাংকের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং সিটি ব্যাংক এনএ ১০০ মিলিয়ন মার্কিন ডলারের দীর্ঘ মেয়াদে ঋণ সুবিধার চুক্তি স্বাক্ষর করেছে দেশে সবুজ অর্থায়ন উত্সাহিত করতে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
জাইকার ভাইস প্রেসিডেন্ট মিকিও হাতায়েদা, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর এবং ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূলত জাইকা আট বছরের মেয়াদে ৯০ মিলিয়ন মার্কিন ডলার এবং সিটি ব্যাংক এনএ দুই বছরের মেয়াদে ১০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে। মোট ১০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় হয় এক হাজার ৫০ কোটি টাকা (প্রতি ডলার ১০৫ টাকা)।
অনুষ্ঠানে জাইকার ভাইস প্রেসিডেন্ট মিকিও হাতায়েদা বলেন, ‘অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশে জ্বালানি ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশ সরকার সবুজ অর্থায়নের জন্য একটি নতুন নীতি গ্রহণ করেছে, যাতে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিত হয়। এ ছাড়া দেশে দ্রুত নগরায়ণের পরিপ্রেক্ষিতে বিশেষ করে তরল বর্জ্য ব্যবস্থাপনা সম্প্রসারণ করা খুবই জরুরি। ব্র্যাক ব্যাংককে এই বিষয়গুলো সমাধানে ঋণ সহায়তা প্রদান করতে পারা জাইকার জন্য অত্যন্ত সম্মানের। কারণ ব্যাংকটি সবুজ অর্থায়ন বাড়াতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’
ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক কৌশল গ্রহণের মাধ্যমে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা ‘মিসিং মিডল’-দেরকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার স্বপ্ন দেখে ব্যাংকের পরিচালনা পর্ষদ। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের এই স্বপ্নকল্পের কারণেই ব্র্যাক ব্যাংক সাফল্য অর্জন করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে ব্র্যাক ব্যাংক গ্রিন ফাইন্যান্সিং প্রকল্পগুলোতে দীর্ঘ মেয়াদি অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’