ঢাকা উত্তর সিটির শহীদ স্মৃতি পার্ক উদ্বোধন গুলশানে

Park-dainikbhashwakar
Spread the love

রাজধানীর গুলশান-২ নম্বরে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার দুপুরে পার্কটির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম। ৩ দশমিক ৩৩ একর আয়তনের এ পার্ক নির্মাণে প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয় হয়েছে।

পার্কটিতে দেশীয় প্রজাতির বিভিন্ন গাছগাছালি। কোনোটিতে ফল ধরেছে, কোনোটিতে ফুল ফুটেছে। তাতে বসছে মৌমাছি, প্রজাপতিসহ নানান কীটপতঙ্গ। সারি সারি গাছের পাশে দুটো হাঁটাপথ। একটি পথ তৈরি করা হয়েছে ছোট ছোট মসৃণ পাথর বিছিয়ে। অন্যটি কংক্রিটের তৈরি ব্লকে। পরপর বসানো ব্লকগুলোর মাঝে ফাঁকা জায়গা। এর ফাঁক গলে জন্মাচ্ছে সবুজ ঘাস। পুরো পার্ক যেন সবুজে আচ্ছাদিত।

পার্কের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম কোণে শিশু-কিশোরদের খেলার জায়গা রাখা হয়েছে। প্রথমটি দুই-তিন বছর বয়সী শিশুদের। দ্বিতীয়টিতে খেলতে পারবে আরেকটু বড় শিশুরা। এ দুটি জায়গায় রয়েছে স্লাইড, দোলনাসহ খেলার নানান উপকরণ। পূর্ব পাশের সীমানায় থাকা জায়গাটি কিছুটা ঢালু। সেখানে কয়েক ধাপে সিঁড়ির মতো করে বসার জায়গা বানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *