হাসানাতের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো

hasnat bari - Dainik Bhashwakar
Spread the love

বরিশালে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর কালী বাড়ি রোডের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। সেনা সদস‍্যদের বাধা উপেক্ষা করে বাড়িটির গেট ভেঙে ভেতরে ঢুকে গুঁড়িয়ে দেন তারা। এর আগে বাড়িটিতে হামলা হতে পারে আশঙ্কায় সেটি ঘিরে রাখে সেনা সদস‍্যরা।

বুধবার সন্ধ‍্যায় রাজধানী ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবনে ভাঙচুর শুরু হওয়ার পর রাত ১১টা নাগাদ সেখানে গিয়ে অবস্থান নেয় সেনা সদস‍্যদের একটি দল। রাত পৌনে ১২টা নাগাদ কয়েকশ শিক্ষার্থী সেখানে গিয়ে সেনা ব‍্যারিকেড উপেক্ষা করে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। পরে বুলডোজার এনে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। রাত দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভাঙচুর চলছিল। এর আগে ৫ আগস্ট এই বাড়িত প্রথম দফায় হামলা করে ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল বিক্ষুদ্ধ ছাত্র জনতা।

এখানে পড়ুন সেই নিউজ ধানমণ্ডি ৩২ নং বাড়ির সর্বশেষ অবস্থা সম্পর্কেঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *