বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে আগামীকাল শুক্রবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এটি হবে ব্রাজিলের সঙ্গে ক্রোয়েশিয়ার পঞ্চম দেখা। আর বিশ্বকাপ মঞ্চে এটি দুই দেশের তৃতীয় লড়াই।
মোট চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। বিশ্বকাপ মঞ্চে দেখা হয়েছে দু’বার। সব মিলিয়ে ৪টি ম্যাচের মধ্যে তিনটিতেই জয় ব্রাজিলের একটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের পরিসংখ্যানে দেশ দুটি দু’বার মুখোমুখি হয়েছে। এবারেরটি নিয়ে হবে তৃতীয়বার। আগের দুইবারে শতভাগ জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।
পরিসংখ্যান এবং শক্তিমত্তার দিক থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও একের পর এক অঘটন কাতার বিশ্বকাপকে রোমাঞ্চকর করে তুলেছে। ২০০৫ সালে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সর্বপ্রথম মুখোমুখি হয়েছিল আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে। সে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সর্বশেষ ২০১৮ সালে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে দেখা হয়েছিল এই দুটি ফেভারিট দলের। সেই ম্যাচেও ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পায় ব্রাজিল।