দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। টানা তিন দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবার কুয়াশার পরিমাণ কম থাকায় সকাল সকাল দেখা মিলছে ঝলমলে রোদের।
আজ মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার পরিমাণ কম থাকায় সকাল সকাল দেখা মিলেছে ঝলমলে রোদের। এর আগে গতকাল সোমবার সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত পঞ্চগড় জেলায় প্রতিবছরই শীত আসে কিছুটা আগেভাগে। আর শীত বিদায়ও নেয় কিছুটা দেরিতে।