যত দিন যাচ্ছে বিশ্বজুড়ে ইলেকট্রনিক ডিভাইসগুলোর স্ক্রিন বড় হচ্ছে। কিন্তু বিশ্বের সবচেয়ে ছোট টেলিভিশন তৈরি করে উল্টো পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ইলেকট্রনিকস কম্পানি ‘টিনিসার্কিটস’
‘টিনিটিভি মিনি’র স্ক্রিনের আকার মাত্র শূন্য দশমিক ৬ ইঞ্চি এবং ‘টিনিটিভি২’-এর স্ক্রিনের আকার এক ইঞ্চি।
টিভিগুলোর আকার ডাকটিকিটের সমান হলেও এগুলো কাজ করবে সম্পূর্ণ আসল টিভির মতো।
ভলিউম এবং চ্যানেল পরিবর্তন করার জন্য টেলিভিশন দুটিতে রয়েছে ঘূর্ণায়মান নব। ডাকটিকিটের আকারের টিভিগুলো চার্জ দিয়ে চালাতে হবে। প্রতি চার্জে এক ঘণ্টা প্লেব্যাক পাওয়া যাবে বলে জানা গেছে।
ইউএসবি সি কেবলের মাধ্যমে ব্যবহারকারীরা এটিকে কম্পিউটারের সঙ্গে সংযোগ দিতে পারবে এবং টিনিটিভির মাধ্যমে স্ট্রিম করতে পারবে। এ ছাড়া দুটি টিনিটিভিতেই একটি করে আট গিগাবাইটের মাইক্রোএসডি কার্ড ইনস্টল করা রয়েছে। ব্যবহারকারীরা চাইলে কম্পিউটারে সংযোগ দিয়ে এতে পছন্দমতো ভিডিও লোডও করতে পারবে।
টিনিসার্কিটস তাদের টিভি দুটির জন্য একটি ইনফ্রারেড রিমোটও তৈরি করেছে, যা ব্যবহারকারীরা চাইলে আলাদা কিনে ব্যবহার করতে পারবেন। রিমোটটি টিভি চালু, ভলিউম পরিবর্তন এবং ভিডিও/চ্যানেল পরিবর্তন করতে পারবে।