ভারতের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের কাছ থেকে ভালো পারফরমেন্সের আশা করছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। কারন এক ম্যাচ বাকী রেখেই শক্তিশালী ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করতে চান তিনি।
ডোমিঙ্গো জানান, সিরিজে ভারতকে ঘুড়ে দাঁড়ানোর কোন সুযোগ দিতে চান না। এজন্য আগামীকাল দ্বিতীয় ম্যাচে জয় খুব প্রয়োজন টাইগারদের।
কোচের মতে, সিরিজ জয় নিশ্চিত করতে হলে ব্যাটারদের আরও ভাল পারফরমেন্স প্রদর্শন করা প্রয়োজন। প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় হারের মুখে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু মেহেদি হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় শেষ উইকেটে ৫১ রানের জুটি দলকে জয়ের স্বাদ দেয়।
ভারতের বিপক্ষে ঘরের মাঠে টানা দ্বিতীয় সিরিজ জয়ের সুযোগ থাকছে বাংলাদেশের। কারণ প্রথম ম্যাচ জয়ের পর খেলোয়াড়দের অনেক বেশি অনুপ্রাণিত এবং উচ্ছ্বসিত দেখছেন তিনি। সর্বশেষ ২০১৫ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ক্রিকেটের যেকোন ফরম্যাটে একমাত্র সিরিজ জয় টাইগারদের।
Like this:
Like Loading...
Related