আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে মরক্কো। প্রথম আরব তথা মুসলিম দেশ হিসেবে শেষ চারে খেলবে তারা। মুসলিম দেশ মরক্কোর এই অর্জনে গর্বিত সাবেক জার্মানির ফুটবলার মেসুত ওজিল।
টুইট করে ওজিল লিখেছেন, ‘গর্বিত (হাত তুলে মোনাজাতের ইমোজি)। কী দল এটা! আফ্রিকা মহাদেশ ও মুসলিম বিশ্বের জন্য অসাধারণ অর্জন এটি। আধুনিক ফুটবলের যুগে এখনও এমন রূপকথার গল্প লেখা সম্ভব, এটি দেখা সত্যিই দারুণ ব্যাপার! এই জয় অনেক মানুষকে এগিয়ে যাওয়ার আশা দেবে, শক্তি দেবে।’
রূপকথা বিশ্ব ফুটবল দেখেনি তা নয়। উরুগুয়ে ১৯৩০ ও ১৯৫০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। কিন্তু আধুনিক ফুটবলের যুগে তারা ফেবারিট তকমাও পায় না। ইউরোপের বড় বড় দলকে অবাক করে গ্রিস ২০০৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছে। সেটাও ২০ বছর হতে চললো। ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগের কথাও ধরা যায়। আয়াক্স চারটি চ্যাম্পিয়ন্স লিগ (পূর্বের নাম ইউরোপিয়ান লিগ, যা জিতেছে তিনটি) জিতেছে। যার সর্বশেষটা এসেছে ১৯৯৫ সালে। পোর্তর নামে দুটি চ্যাম্পিয়ন্স লিগ আছে। সর্বশেষটা ২০০৪ সালে।