বাংলাদেশকে আর হালকা ভাবে নিচ্ছে না ভারত। সফরে পাঠিয়েছে তাদের পূর্ণ শক্তির দল। দলের নেতৃত্বে রোহিত শর্মা । বিরাট কোহলিও খেলবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আসার পর বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ, যে সিরিজের তিনটি ওয়ানডের তাৎপর্য শুধুই এই সিরিজে সীমাবদ্ধ থাকলেও দুই টেস্টের সিরিজটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।