মাদকের সাথে সংশ্লিষ্ট অর্থ জালিয়াতি মামলায় রাকুল প্রীত সিংকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘টলিউড ড্রাগ মামলা’র সাথে যুক্ত কথিত অর্থ পাচারের বিষয়টি তদন্ত করছে ইডি। যে কারণে তলব করা হয়েছে রাকুলকে। এর আগে ২০২১ সালেও অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী সংস্থা।
এই মাদকের মামলাটি ২০১৭ সালে বেশ চাঞ্চল্য তৈরি করেছিল, যখন কাস্টমস কর্মকর্তারা সঙ্গীতশিল্পী ক্যালভিন মাসকারেনহাস এবং অন্য দুজনের কাছ থেকে ৩০ লাখ টাকার ওষুধ জব্দ করেছিল। তাদের গ্রেপ্তারের পর থেকেই বেরিয়ে আসতে থাকে টলিউড তারকাদের নাম। রবি তেজা, চার্মি কৌর, নবদীপ, মুমাইথ খান, তানিশ, নান্দু, তরুণ এবং বাহুবলী খ্যাত রানা দাগ্গুবতীকে এই মামলায় এর আগে তলব করেছিল ইডি।