কাতার বিশ্বকাপের আগে এখন পর্যন্ত চারবার সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা। যেখানে একবারও হারেনি তারা।
আসরের ফাইনাল নিশ্চিত করতে আগামী মঙ্গলবার দিবাগত রাত ১টায় সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচে নামার আগে সেমিফাইনালের পরিসংখ্যান কথা বলছে মেসিদের পক্ষেই।
কাতার বিশ্বকাপের আগে এখন পর্যন্ত চারবার সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা। যেখানে একবারও হারের মুখ দেখতে হয়নি তাদের। বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর ১৯৩০ সালে সেমিফাইনালে খেলে আর্জেন্টিনা। এর পর ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে, ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে। মাঝে ১৯৭৮ বিশ্বকাপে শিরোপা জিতলেও সেবার ফরম্যাটটি ছিল ভিন্ন রকমের।
সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সবশেষ বিশ্বকাপের ফাইনালিস্ট দল ক্রোয়েশিয়া। তবে ম্যাচের আগে পরিসংখ্যান থেকে সাহসী হতে পারেন মেসিরা। এখন দেখার পালা সেমিফাইনাল জিতে মেসিরা সেই পরিসংখ্যানটাকে আরও সমৃদ্ধ করতে পারে কিনা।