সেমিফাইনালে ব্যবহৃত হবে নতুন বল

FIFA-Dainik Bhashwakar
Spread the love

সেমি-ফাইনালে মঞ্চে কাতার বিশ্বকাপ। বাকি আর মাত্র চারটি ম্যাচ। এই ম্যাচগুলি খেলা হবে নতুন বলে। এই বলও তৈরি করেছে জার্মানির ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।

‘আল রিহলা’ নামের বলের সময় এবার শেষ। সেমিতে থেকে শুরু হওয়া নতুন বলের নাম দেওয়া হয়েছে ‘আল হিলম।’ এটি আরবি শব্দ। যার অর্থ ‘স্বপ্ন’। 

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা রোববার বিবৃতি দিয়ে জানায় নতুন বলের বিষয়টি। 

আল রিহলার মতো আল হিলম বলেও থাকছে ‘কানেক্টেড বল’ প্রযুক্তি, যা ম্যাচ অফিসিয়ালদের দ্রুত এবং আরও সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। 

নতুন বলের নকশায় ত্রিভুজাকৃতির প্যাটার্ন রাখা হয়েছে, সঙ্গে রয়েছে সোনালি আভা, যা আয়োজক শহর দোহার চারপাশে চকচকে মরুভূমিকে তুলে ধরেছে। 

আগামী মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। পরদিন শেষ চারের আরেক ম্যাচে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও মরক্কো। 

আগামী শনিবার হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, পরদিন ফাইনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *