রাজশাহী মহানগর ও উপকণ্ঠ মিলে মোট সাতটি সিনেমা হল ছিল। আশির দশক থেকে বিংশ শতাব্দী পর্যন্ত বেশ ভালোই চলছিল হলগুলো। দর্শকের ঘাটতি ও প্রতিনিয়ত ঋণের বোঝা মাথায় নিয়ে ২০১০ সালের পর জেলায় একের পর এক বন্ধ হতে থাকে সিনেমা হলগুলো। এভাবে কেটে যায় প্রায় চাড়ে চারটি বছর। তবে প্রায় দীর্ঘ সাড়ে চার বছর পর রাজশাহী সিনেমা হলের অভাব কাটিয়ে আজ ১২ ডিসেম্বর রাজশাহীর হাইটেক পার্কে উদ্বোধন হবে একটি অত্যাধুনিক সিনেমা হল। ঢাকার বিখ্যাত স্টার সিনেপ্লেক্স এটি পরিচালনা করবে।
রাজশাহীর সিনেমাপ্রেমীদের কথা চিন্তা করে রাজশাহীতে হাইটেক পার্কের একটি অংশে স্টার সিনেপ্লেক্সের হল নির্মাণ করা হয়েছে। এতে থাকছে দর্শকদের জন্য ১৭২টি আসন। এখানে সিনেমার পাশাপাশি আইটি কর্তৃপক্ষের ট্রেনিংয়ের কাজে ব্যবহার হবে।