রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা শহরে ১৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ওডেসার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ড্রোন হামলা চালানোয় অন্ধকারে ডুবে গেছে পুরো শহর। রাশিয়ার সারাতভ শহরের এনগেলস বিমানঘাঁটিতে রাখা রুশ বোমারু বিমান এ হামলা চালায়।’
শুক্রবার দিবাগত রাতে রাশিয়া ইরানের তৈরি ড্রোন দিয়ে চালানো হামলার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে ওডেসা। শুধু হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোয় বিদ্যুৎ সরবরাহ চালু আছে। রুশ ড্রোন হামলার ফলে অঞ্চলটির প্রায় সব জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলার সময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভূপাতিত করেছে।