২০২১-২২ অর্থবছরে টেলিযোগাযোগ খাতে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোন। এ সম্মাননা গ্রহণ করে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
রাজধানীর অফিসার্স ক্লাবে আজ বুধবার এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সেরা করদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও কর কার্ড তুলে দেয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও অর্থসচিব ফাতিমা ইয়াসমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
গ্রামীণফোনের পক্ষ থেকে ইয়াসির আজমান অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন। গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশে সিম বিক্রিতে নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব বিবেচনায় নিয়ে অতিথিদের গ্রামীণফোনের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান ইয়াসির আজমান।
সেবার মান নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত জুন মাসে গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে। সেরা করদাতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ইয়াসির আজমান বলেন, ‘দুর্ভাগ্যবশত, এই বিশেষ দিনে, আমরা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত কোয়ালিটি অব সার্ভিস (সেবার মান) মানদণ্ড পূরণ করা সত্ত্বেও নতুন গ্রাহকদের সেবা দিতে পারছি না। এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। এতে এনবিআর শুধু কর রাজস্বই হারাবে না, পাশাপাশি কানেকটিভিটি এবং ডিজিটাল সলিউশনের ওপর নির্ভরশীল অন্য সব খাতেও প্রভাব পড়বে।