মারভেল – ডিসির যে সিনেমার অপেক্ষায় হলিউড

Marvel DC Hollywood - Dainik Bhashwakar
Spread the love

হলিউডের ২০২২ সাল ছিল ভালো-মন্দের। কয়েকটি সিনেমা আশা জাগিয়ে হতাশ করেছে, আবার কয়েকটি সিনেমা প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা দিয়েছে।

চলতি বছর নতুন করে ফেরার মতো পরিকল্পনা করেছেন হলিউডবাসীরা। বছরের শুরুতে মার্ভেল নিয়ে আসছে ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ : কোয়ান্টমেনিয়া’।

আগামী ১৭ ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে। ডিসিও আসছে জাকারি লেভি অভিনীত ‘শাজাম! ফিউরি অব দ্য গডস’ নিয়ে। ১৭ মার্চে মুক্তি পাবে এটি।

কিয়ানু রিভস ফিরছেন তার ‘জন উইক’ সিক্যুয়াল নিয়ে। ‘জন উইক চ্যাপ্টার ফোর’ মুক্তি পাবে ২৪ মার্চ। ৭ এপ্রিল মুক্তি পাবে ক্রিস প্র্যাটের ‘দ্য সুপার মারিয়ো ব্রোস’ এবং ১৪ এপ্রিল নিকোলাস কেজ অভিনীত ‘রেনফিল্ড’। কেজকে এ সিনেমায় ড্রাকুলার চরিত্রে দেখা যাবে।

মে মাসে মার্ভেল ফিরবে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির’ তৃতীয় কিস্তি নিয়ে। এন্ডগেমের পরের গল্প নিয়ে ফিরবে সিনেমাটি, মুক্তি পাবে ৫ মে।

এর পরই আসবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ‘ফাস্ট টেন’। এটি মুক্তি পাবে ১৯ মে। তবে জুন শুরু হবে স্পাইডার ম্যান : ‘অ্যাক্রস দ্য স্পাইডার ওয়েব’ দিয়ে। এটি মুক্তি পাবে ২ জুন। এক সপ্তাহ পরেই মুক্তি পাবে ট্রান্সফরমারস : ‘রাইজ অব দ্য বিস্টস’।

২৩ জুন মুক্তি পাবে এজরা মিলারের ‘দ্য ফ্ল্যাশ’। হলিউড জমজমাট হতে যাচ্ছে জুলাইয়ে। টম ক্রুজ আসবেন তার ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নতুন কিস্তি নিয়ে।

১৪ জুলাই এটি মুক্তি পাবে। জুলাইয়েই মুক্তির কথা রয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। ১০ কোটি ডলার বাজেটের এ সিনেমা মুক্তি পাবে ২১ জুলাই।

ড্যানজেল ওয়াশিংটনের ‘ইকুয়ালাইজার’ মুক্তির তারিখ ১ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে। ২৫ ডিসেম্বরে মুক্তি পাবে ‘অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *