ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর পক্ষে জনসংযোগ করেছেন মেয়ে নাজোরা মুজিব চৌধুরী। ভোটারদের দ্বারে দ্বারে বাবার পক্ষে ভোট প্রার্থনা করছেন নিক্সনকন্যা।
বুধবার বাবার পক্ষে ভোটের প্রচারে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নিক্সনকন্যা নাজোরা মুজিব।
এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে রাজনীতিতে আসার ইচ্ছা আছে কিনা?
জবাবে নিক্সনকন্যা বলেন, আমি এখন পড়াশোনা করছি। মানুষের যদি কখনো দরকার হয়, তা হলে রাজনীতিতে আসতে পারি। যেমন বাবার কোনো রাজনীতিতে আসার দরকার ছিল না, মানুষের আমার বাবার দরকার ছিল। কখনো ডাক এলে যেহেতু রাজনীতি পরিবারের মেয়ে, সেহেতু সব কিছু ছেড়ে রাজনীতিতে আসতে পারব। কোনো সমস্যা নেই।
বাবার উন্নয়নের চিত্র তুলে ধরে নাজোরা চৌধুরী বলেন, আমার বাবার এক কুন্নি আঙুল যদি বাংলাদেশের সবাই করতে পারত, তা হলে দেশের চেহারা অন্যরকম হয়ে যেত।
নিক্সনের জয়ের ব্যাপারে নাজোরা চৌধুরী বলেন, আমার বাবার জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। কারণ আমার বাবাকে মানুষ খুব ভালোবাসেন। অনেক নৌকার লোকজনও আমার বাবাকে দেখে হাসি দিয়ে দেন। এতেই বোঝা যায়, তাদের মনে নৌকা, না নিক্সন চৌধুরী? আমার মনে হয়, তাদের মনে নিক্সন চৌধুরী। কারণ তারা দেখেছে— গত দশ বছরে বাবার পরিশ্রমের কারণে উন্নয়ন হয়েছে।