প্রথম কোনো নারী প্রেসিডেন্ট পেল স্যামসাং

Samsung-Dainik Bhashwakar
Spread the love

প্রথম কোনো নারী প্রেসিডেন্টের নাম ঘোষণা করেছে টেক জায়ান্ট স্যামসাং। গতকাল সোমবার (৫ ডিসেম্বর) লি ইয়ং হি-কে ডিভাইস এক্সপেরিয়েন্স (ডিএক্স) বিভাগের গ্লোবাল মার্কেটিং অফিসের নেতৃত্বে বসিয়েছে প্রতিষ্ঠানটি।

স্যামসাংয়ের লোগোতে নীলের বদলে বেগুনি রং ব্যবহারের আইডিয়াটি এসেছিল লি ইয়ং হি-র মাথা থেকে। এ জন্য তিনি খবরের শিরোনামও হয়েছিলেন। রংবদলের ধারণাটি ওই সময় বাজারে দারুণ ফল দেয়।

এরপর থেকেই অন্যতম ব্যবসাসফল পণ্য স্যামসাং গ্যালাক্সি ফোনের মার্কেটিংয়ের জন্য প্রতিষ্ঠানে বেশ প্রভাবশালী হয়ে ওঠেন ইয়ং।

২০০৭ সালে স্যামসাংয়ে কাজ শুরু করেন লি ইয়ং হি। ২০১২ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন।

স্যামসাং বলছে, ইয়ং সত্যিই এ পদের জন্য সবচেয়ে যোগ্য। তার পদোন্নতি অন্যান্য প্রতিভাবান নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *