পরস্পরের ঘোর প্রতিদ্বন্দ্বী মানুষ দুজনকে এবার এক ছাতার তলায় নিয়ে এলো ফুটবল বিশ্বকাপ। চলমান কাতার বিশ্বকাপের আসরে জায়েদ-নিপুণ দুজনেই আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন করছেন।
তবে বিষয়টিকে অতটা গুরুত্ব দিচ্ছেন না নিপুণ। তার ও জায়েদের আর্জেন্টিনার সমর্থন করাটাকে সাধারণ ব্যাপার উল্লেখ করে সংবাদমাধ্যমকে তিনি বলেন, এটি কমন ব্যাপার। এটি সেন্টিমেন্টের জায়গা। একজন ভালো খেলোয়াড়, একটি ভালো দলকে যে কেউ পছন্দ করতেই পারেন। খেলার জায়গায় হয়তো দুজনের পছন্দ মিলে গেছে। জায়েদ খানের কারণে আমি পছন্দের দল তো বাদ দেব না।
গত নয় মাস ধরে সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ-নিপুণের মাঝে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পদটি বগলদাবা করতে দুজনেই দ্বারস্থ হন আদালতের। গত মাসে (নভেম্বর) জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলা হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আপাতত দায়িত্ব পালন করছেন নিপুণ।