‘অ্যাপল-১’ কম্পিউটার নিলামে

Apple-dainikbhashwakar
Spread the love

স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি প্রথম অ্যাপল কম্পিউটারের নিলাম হয়েছে বহুবার। এবার স্টিভ জবসের হাতে লেখা নম্বরযুক্ত সচল ‘অ্যাপল-১’ কম্পিউটার নিলামে উঠেছে।

যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন এরই মধ্যে কম্পিউটারটির নিলাম কার্যক্রম শুরু করেছে।

প্রায় ৪৫ বছর আগের কম্পিউটারটি এখনো সচল রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এ নিলাম। আর এই কম্পিউটারের দাম পৌনে ৪ লাখ ডলার উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চার দশক আগে বাড়ির গ্যারেজে স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে তাঁরা তৈরি করেন ‘অ্যাপল-১’ কম্পিউটার। কম্পিউটারটি মূলত একটি মাদারবোর্ড। কেসিং, মনিটর ও কি-বোর্ড আলাদা করে যুক্ত করে ব্যবহার করতে হয় কম্পিউটারটি।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *