বিজয়ের মাসে বিএনপির রাষ্ট্র সংস্কারের ১০ দফা ঘোষণা মুক্তিযুদ্ধের অর্জনের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ থেকে বর্তমান সরকারের পদত্যাগ এবং দলনিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবি জানায় বিএনপি।
বিএনপির ১০ দফা সম্পর্কে রাশেদ খান মেনন বলেন, ‘বিজয়ের মাসে বিএনপি-জামায়াতের ১০ দফা ঘোষণা এ দেশে মুক্তিযুদ্ধের অর্জনের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র। এ দেশের জনগণ অবশ্যই জানেন, সামরিক জান্তা জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান বদলে যে রাষ্ট্রচরিত্র নির্ধারণ করেছিলেন, তা ছিল প্রগতির বিরুদ্ধে পশ্চাতপদতার সংস্কার। পুনরায় ওই অন্ধকারের শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’