ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ এবং বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শনিবার বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবার অনেক স্থানেই শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে।
জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে সারা দেশে এই কর্মসূচি পালন করেছে বিএনপি। বিএনপির সমমনা দল ও জোটও এই কর্মসূচি পালন করে। আর আওয়ামী লীগ দেশে অস্থিরতা ঠেকাতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শান্তি সমাবেশের কর্মসূচি দিয়েছিল। শান্তি সমাবেশ থেকে আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল এক বিবৃতিতে বলেন, বিএনপি গণতন্ত্রের নামে, রাজনৈতিক কর্মসূচির নামে বরাবরের মতো সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত হয়েছে। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচির নামে সিরাজগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস সৃষ্টি করেছে বিএনপির সশস্ত্র ক্যাডার বাহিনী। আওয়ামী লীগের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত হামলা চালিয়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।