বাংলাদেশে একটি বডিবিল্ডিং বা শরীর গঠন প্রতিযোগিতার অনুষ্ঠানে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তুলে পুরস্কারে লাথি দিয়ে ছুঁড়ে ফেলার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ওই প্রতিযোগিতার একটি ক্যাটেগরিতে দ্বিতীয় হওয়া জাহিদ হাসান পুরস্কার নিয়ে নেমে আসার পর মঞ্চের সামনে সেটা লাথি দিয়ে ছুঁড়ে ফেলেন।
বডিবিল্ডার জাহিদ হাসান অভিযোগ করেছেন, ফেডারেশনের অনিয়ম ও দুর্নীতির কারণে তাকে প্রথম স্থান দেয়া হয়নি। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছে ফেডারেশন।
তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ফেডারেশন। তিনি জানিয়েছেন, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।
তবে সামাজিক মাধ্যমে সেদিনের ঘটনার ভাইরাল ভিডিও নিয়ে অনেকেই পক্ষে ও বিপক্ষে নানারকম মন্তব্য করছেন।