হিমশিম খাচ্ছে চীনের শ্মশানগুলো

Corona-dainikbhashwakar
Spread the love

চীনে বাড়ছে করোনার সংক্রমণ। বাড়ছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। ফলে একদিকে করোনা রোগীদের চিকিৎসা দিতে যেমন চাপ বেড়েছে চীনের হাসপাতালগুলোর ওপর, তেমনি মরদেহ সৎকার করতে গিয়ে হিমশিম খাচ্ছে শ্মশানগুলো।

চীনের বেইজিং, চংকিং ও গুয়াংঝৌ শহরের শ্মশানগুলোতে আজ মঙ্গলবার সারি সারি মরদেহ দেখা গেছে। শ্মশানগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ সময়ের চেয়ে তারা এখন অনেক ব্যস্ত সময় পার করছে। এমনকি একটি শ্মশান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে মরদেহ রাখার জায়গাও শেষ হয়ে আসছে।

২০১৯ সালে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত চীনে মোট ৫ হাজার ২৪২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির সরকার। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও চীনে করোনায় এই মৃত্যু অন্যান্য দেশের তুলনায় বহু কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *