সর্বশেষ দেশে ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, নতুন যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁরা সবাই ঢাকার বিভিন্ন কেন্দ্রে করোনা পরীক্ষা করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৯। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৪৭।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৪৪৭ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৩৯ জন।