ক্রেতা ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রতিবছর নির্দিষ্ট একটি বিষয়কে প্রাধান্য দিয়ে তৈরি করা হয় বাণিজ্য মেলার প্রধান ফটক। সেই ধারাবাহিকতায় এ বছর বাণিজ্য মেলার প্রধান ফটক তৈরি করা হয়েছে মেট্রোরেলের আদলে। পাশাপাশি সেখানে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর একটি প্রতিচ্ছবিও রাখা হয়েছে।
বাণিজ্য মেলার প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, চারটি পিলারের উড়ালপথের কাঠামোর ওপর দিয়ে মেট্রোরেল চলছে, এমন একটি কাঠামোর আদলে দুটি ফটক বানানো হয়েছে। এর একটি মেলায় দর্শনার্থীদের প্রবেশপথ এবং অন্যটি বাহির হওয়ার পথ।
মেলার আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, প্রতিবছর মেলার ফটক সাজানো হয় সরকারের কোনো না কোনো উন্নয়ন কর্মকাণ্ডকে তুলে ধরে। সে জন্য এ বছর মেট্রোরেলের আদলে ফটক নির্মাণ করা হয়েছে। এর আগে গত বছর পদ্মা সেতুর আদলে বাণিজ্য মেলার প্রধান ফটক তৈরি করা হয়েছিল।
গত ২৮ ডিসেম্বর রাজধানীতে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলে যাত্রী চলাচল শুরু হয়। বর্তমানে রাজধানীর দিয়াবাড়ি (উত্তরা) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। এ বিষয়ই তুলে ধরা হয়েছে বাণিজ্য মেলার ফটকে।