খ্রিষ্টীয় নতুন বছর উদ্যাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আজ শনিবার সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরের কোনো বার খোলা রাখা যাবে না। ওড়ানো যাবে না কোনো ফানুস।
তিনি আরও বলেন, ‘আজ সন্ধ্যা ৬টার পর থেকে ১ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে কোনো বার খোলা রাখা যাবে না। আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশে কেউ কোনো ধরনের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করতে পারবে না। গুলশান, বনানী, বারিধারা এলাকায় ৩১ ডিসেম্বর রাত ৮টার পর বহিরাগত কোনো ব্যক্তি বা যান বহন প্রবেশ করতে পারবে না। রাত ৮টার পর যারা ওই এলাকার বহিরাগত, তাদের চলে যেতে বলব। আমরা ৮টার পর সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করব।’