গাইবান্ধার ৫ আসনের বন্ধ হয়ে যাওয়া সিটের উপনির্বাচন আজ। প্রথম দুই ঘণ্টায় কোনো অনিয়ম দেখতে পায়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সিসি ক্যামেরায় ভোটের দৃশ্য দেখছে কমিশন তাদের ঢাকা অফিস থেকে।
আজ তিব্র শীতের মধ্যে এ এলাকার ১৪৫টি কেন্দ্রে বুধবার সকাল ৮.৩০ থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে, যা একটানা বিকাল ৪.৩০ পর্যন্ত চলবে।
ইসির স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম সকাল ১০টার পর জানিয়েছেন, মোট ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে সরাসরি নির্বাচন পরিদর্শন করা হচ্ছে।
গাইবান্ধা-৫ আসনে ভোটার মোট ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। নির্বাচনি এলাকার ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে ইভিএমে ভোট হচ্ছে। জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে নয়টি কেন্দ্রে ইভিএম ও সিসিটিভি চালানো হচ্ছে বিদ্যূত না থাকার কারনে।
দিনের শুরুতে কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম শীতের জন্যে। বেলা বাড়লে ভোটার বেশি আশা করছেন ভোটগ্রহণ কর্মকর্তারা।