নেটওয়ার্ক শক্তিশালী করতে বিনিয়োগ অব্যাহত থাকবে গ্রামীণফোনের: সিইও

yasirazman-dainikbhashwakar
Spread the love

সিম বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপের প্রশংসা করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তির পাশাপাশি বিশ্লেষণের মাধ্যমে নেটওয়ার্ক শক্তিশালীকরণে বিনিয়োগের অঙ্গীকার বজায় রাখবে গ্রামীণফোন। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেন গ্রামীণফোনের সিইও।

সেবার মান নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বছরের ২৯ জুন গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এই নিষেধাজ্ঞার ফলে অপারেটরটি প্রতিদিন গড়ে ৪০ হাজারের মতো সিম বিক্রি থেকে বঞ্চিত হচ্ছিল। এ ছাড়া তারা ৩৫ লাখের মতো গ্রাহক হারিয়েছে। গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার করেছে বিটিআরসি। গতকাল সোমবার এ-সংক্রান্ত একটি চিঠি গ্রামীণফোনকে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *