মিথ্যাচারের দায়ে জুভেন্টাসের জরিমানা হিসেবে কাটা গেল ১৫ পয়েন্ট , নেমে গেল ১০-এ

juventus-collected
Spread the love

বিপাকে পড়েছে ইতালির ঐতিহ্যবাহী ক্লাব জুভেন্টাস। দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় তাদেরকে বড় শাস্তি দিয়েছে দেশটির আদালত। সিরিএ’র লিগে ১৫ পয়েন্ট জরিমানা করা হয়েছে জুভেন্টাসকে। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট ছিল তাদের, এখন ২২ পয়েন্ট। ফলে সিরিএ’র পয়েন্ট তালিকার ৩ নম্বর থেকে ১০ নম্বরে নেমে গেছে দলটি।

জুভেন্টাসের সাবেক ও বর্তমান ১১ জন পরিচালকের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। জুভেন্টাসের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। আর্থিক হিসাব-নিকাশকে কৃত্রিমভাবে সমৃদ্ধ করতে দলবদল নিয়ে মিথ্যাচার করেছে – এমনটিই অভিযোগ। ২০২২ সালের নভেম্বরে পদত্যাগ করেছিলেন ক্লাবের সভাপতি আন্দ্রে আগনেল্লি ও সহসভাপতি পাভেল নেদভেদ। দুজনই যথাক্রমে ২৪ মাস ও ৮ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন।

এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারবে জুভেন্টাস। চলতি মৌসুমে লিগে এখনো জুভেন্টাসের ২০টি খেলা বাকি রয়েছে। পয়েন্ট তালিকায় শীর্ষ চারে থাকতে না পারলে চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলা হবে না তাদের। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ক্লাবটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *