ব্যাট হাতে আবারও ঝলসে উঠলেন লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দেখিয়ে দিলেন নিজের ক্লাস। ট্রু উইকেটে খেলা হলে লিটন যে কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন, আজই মিলল তার প্রমাণ। ২০৪.৩৪ স্ট্রাইকরেটে খেললেন ২৩ বলে ৪৭ রানের ইনিংস। হাঁকালেন ৪টি বাউন্ডারি, ৩টি ছক্কা।
লিটনের এমন আগ্রাসী ব্যাটিং সবার নজর কেড়েছে। বিশেষ করে তাসকিন আহমেদের। ক্রেইগ ইয়ংয়ের বলে আউট হয়ে ফেরার পর লিটনের সঙ্গে কথোপকথন নিয়ে তাসকিন বলেন, ‘ওদের খুবই ভালো লাগছিল। গতকালকে ১০০ রান (পাওয়ার প্লেতে ১০২ রান) দেখেছি দক্ষিণ আফ্রিকার খেলায়। আমরা ভাবছিলাম ওরকম কিছু হতে যাচ্ছে নাকি। পরে লিটন আউট হয়ে আসার পর আমি বললাম, “কিরে তুই কি কালকের ম্যাচ দেখে ওরকম পিটাচ্ছিলি (হাসি)?” (লিটন) বলে, “হ্যাঁ! ওরা পারলে আমরাও পারব।” তো এটা খুব ইতিবাচক বিষয় এবং আমরাও খুব উপভোগ করছিলাম। মাশাআল্লাহ্! এরকম ব্র্যান্ডের ক্রিকেট খেলতে থাকলে অনেক ভালো কিছু হবে।’
আসলে তাসকিন বলছিলেন গতকাল রবিবার সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টির কথা। যাতে অতিথিদের ২৫৮ রান তাড়া করে ৭ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। জনসন চার্লসর ৩৯ বলে সেঞ্চুরির জবাবে কুইন্টন ডি কক করেন ৪৪ বলে ১০০। অপর ওপেনার রেজা হেনড্রিক্স ২৮ বলে ৬৮, রিলি রুশো ৪ বলে ১৬ আর অধিনায়ক এইডেন মার্করাম ২১ বলে অপরাজিত ৩৮* রানের ঝড় বইয়ে দেন। সেই ম্যাচ দেখেই আজ জ্বলে উঠলেন লিটন।