শিরোপাবঞ্চিত হয়েছে ফ্রান্স অল্পের জন্য । টাইব্রেকার ব্যর্থতার পর হতাশ হয়ে পড়েন কিলিয়ান এমবাপ্পে। দুঃসময় পেছনে ফেলে ফুটবলে ফিরেছেন ফরাসি ফরোয়ার্ড। নিজের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) ফিরেছেন তিনি। গতকাল পিএসজির অনুশীলনে যোগ দেন এমবাপ্পে।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে পিএসজির ভেরিফাইড ফেসবুক থেকে লেখা হয়, ‘এমবাপ্পে অনুশীলনে ফিরে এসেছে।’ ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ট্রেনিং সেন্টারে প্রবেশের সময় এমবাপ্পেকে জিজ্ঞেস করা হয়, কেমন আছেন তিনি? উত্তরে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘খুব ভালো।’
কাতার বিশ্বকাপে বিধ্বংসী রূপ দেখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। গোটা আসরে ৮ গোল করে জেতেন গোল্ডেন বুট। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করে গড়েন রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের সাবেক ফুটবলার জিওফ হার্স্ট প্রথম হ্যাটট্রিক করেছিলেন।