পরিবেশবান্ধব সনদ পেল আরও ৩ পোশাক কারখানা

rmg-dainikbhashwakar
Spread the love

দেশে নতুন করে আরও তিনটি পোশাক  কারখানা ভবন পরিবেশবান্ধব সনদ পেয়েছে। কারখানাগুলো হচ্ছে—সুইসটেক্স ভিলেজ এবং ডিবিএল গ্রুপের জিন্নাত নিটওয়্যারের আরএমজি ভবন ও জিন্নাত নিটওয়্যারের প্রিন্টিং ভবন।

চলতি ডিসেম্বর মাসে নতুন করে পাঁচটি তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবেশবান্ধব কারখানার সনদ পেয়েছে। আর তাতে বাংলাদেশে পরিবেশবান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা বেড়ে ১৮৩-তে দাঁড়াল। আর মাত্র ১৭টি প্রতিষ্ঠান সনদ পেলে পরিবেশবান্ধব কারখানা নির্মাণে ডাবল সেঞ্চুরি বা দ্বিশত হয়ে যাবে বাংলাদেশের। তৈরি পোশাকশিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *