গতকাল মঙ্গলবার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন মো. রবিউল ইসলাম ওরফে সানি (২৫)। পথে রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে রবিউলের মৃত্যু হয়েছে। রাত ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–সংলগ্ন রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রবিউল পিরোজপুর পৌরসভার খুমুরিয়া আশ্রম রোড মহল্লার হায়দার শেখের একমাত্র ছেলে। তিনি পিরোজপুর পৌর শহরে পারিবারিক সোনার দোকানে কারিগর হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে রবিউল ও স্থানীয় আরেক ব্যবসায়ী বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটারসাইকেল নিয়ে পিরোজপুর থেকে রওনা দেন। তাঁরা দুটি মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাচ্ছিলেন। রাত ১০টার দিকে রবিউলের মোটরসাইকেল গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন রেলগেট এলাকায় পৌঁছালে ঢাকামুখী দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে রবিউলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রবিউল মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়লে ট্রাকটি তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন রবিউলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।