ছাত্রলীগের নেতার আসন না পাওয়া নিয়ে উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ

Shohidullah hall-collected
Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের প্রধান ভবনে (পুরোনো ভবন) হল শাখা ছাত্রলীগের এক নেতার আসন না পাওয়া নিয়ে তিন দিন ধরে উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে সংগঠনের দুই পক্ষ। এ পরিস্থিতিতে রোববার হলের নেতাদের ডেকে শান্ত থাকার নির্দেশনা দিয়েছেন ছাত্রলীগের শীর্ষ নেতারা।

আজ রোববার ডাকসু ভবনে শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরিফ আহমেদের সঙ্গে কথা বলে এই নির্দেশনা দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান।

শহীদুল্লাহ্ হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার নির্দেশনা দেন তাঁরা। পাশাপাশি বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি-সাধারণ সম্পাদক হলে গিয়ে হামলাকারী নেতাকে হল থেকে বের করে দেওয়ার যে নির্দেশনা দিয়েছিলেন তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

admin_bhashwakar

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *