রাশিয়ার পাসপোর্ট পেলেন স্নোডেন
এডওয়ার্ড স্নোডেন এবার রাশিয়ার পাসপোর্ট পেলেন। এর মাধ্যমে রাশিয়ার পূর্ণাঙ্গ নাগরিক হয়ে গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই নাগরিক। ২০১৩ সালে এনএসএর হয়ে কাজ শুরু করেন স্নোডেন। পরে তিনি গুরুত্বপূর্ণ বেশ কিছু গোপন নথি প্রকাশ করে দেন। এসব নথি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলে আলোচনায় আসেন স্নোডেন। এরপর বাধ্য হয়ে দেশ ছাড়েন এবং আশ্রয় নেন রাশিয়ায়। পরে যুক্তরাষ্ট্র…