মিথ্যাচারের দায়ে জুভেন্টাসের জরিমানা হিসেবে কাটা গেল ১৫ পয়েন্ট , নেমে গেল ১০-এ
বিপাকে পড়েছে ইতালির ঐতিহ্যবাহী ক্লাব জুভেন্টাস। দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় তাদেরকে বড় শাস্তি দিয়েছে দেশটির আদালত। সিরিএ’র লিগে ১৫ পয়েন্ট জরিমানা করা হয়েছে জুভেন্টাসকে। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট ছিল তাদের, এখন ২২ পয়েন্ট। ফলে সিরিএ’র পয়েন্ট তালিকার ৩ নম্বর থেকে ১০ নম্বরে নেমে গেছে দলটি। জুভেন্টাসের সাবেক ও বর্তমান ১১ জন পরিচালকের…