ছুটির দিনে ঠিকানায় ভ্রমণ
রাজধানীর একেবারেই কাছে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন এক রিসোর্ট। হাজারো ফুল দিয়ে সাজানো এ রিসোর্ট এখন পর্যটকদের কাছে স্বপ্নের ঠিকানা। ছুটির দিনগুলোতে সেখানে থাকে উপচে পড়া ভিড়। ঢাকার অদূরে অবস্থিত এ রিসোর্টে রয়েছে উন্নতমানের কফিশপও। সব মিলিয়ে ছুটির দিন কাজে লাগাতে চাইলে ঘুরে আসতে পারেন ঠিকানা থেকে। ঠিকানা ডে আউটার্স তৈরি করা হয়েছে দেশীয় ঐতিহ্যবাহী কাঠের…