নক-আউটে প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া। কোরিয়ার বিরুদ্ধে শক্তিশালী মূল স্কোয়াডই মাঠে নামালেন তিতে। কোরিয়াকে রীতিমত ছিন্নভিন্ন করে ৪-১ গোলের জয় নিয়ে কোয়ার্টারে ফাইনালে উঠে গেলো ব্রাজিল।
৪–২–৩–১ ছকে রিচার্লিসনকে সামনে রেখে আক্রমণ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। নেইমার ও দুই উইংয়ে ভিনিসিয়ুস এবং রাফিনিয়া দৌড়ানোর জায়গা পেয়েছেন শুরু থেকেই। জলের স্রোতোধারা যেভাবে সবকিছু ডিঙিয়ে আপন গতিতে এগিয়ে চলে, নেইমার ও তাঁর সতীর্থরা ঠিক এমন ফুটবলই খেলেছেন। তাতে ৭ মিনিটেই এসেছে প্রথম গোল। বিরতির পর ব্রাজিল আর কোনো গোল পায়নি। ৭৬তম মিনিটে দক্ষিণ কোরিয়ার পক্ষে একটি গোল পরিশোধ করেন সিয়াং হো পাইক। কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানার-আপ ক্রোয়েশিয়া।