বাস দুর্ঘটনায় সৌদিতে ২০ ওমরাহযাত্রী নিহত

bus-accident-collected
Spread the love

মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর ওপর বাস উল্টে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২৯ জন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন সবাই। সোমবার (২৭ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একটি রেড ক্রিসেন্ট দলসহ জরুরি সংস্থাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *