তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিলেন ওয়াসিম আকরাম

wasim-akram-collected
Spread the love

টি-টোয়েন্টির আবির্ভাব পাল্টে দিয়েছে পুরো ক্রিকেট দুনিয়ার হিসাবনিকাশ। তারই ধারাবাহিক সংস্করণ ফ্র্যাঞ্চাইজি লিগ। ফ্র্যাঞ্চাইজি লিগ চালুর পর থেকেই ক্রিকেটে এসেছে পেশাদারিত্ব, বেড়েছে অর্থের ঝনঝনানি। অর্থের মোহের পেছনেই ছুটছেন খেলোয়াড়রা। 

যে কারণে ঘরোয়া লিগের প্রতি আগ্রহ হারিয়েছেন তারা। অথচ ঘরোয়া লংগার ভার্সন ক্রিকেটে অনভিজ্ঞ হওয়ায় ক্রিকেটের মানদণ্ড হিসেবে বিবেচ্য টেস্টের আদি ফরম্যাটের প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না তরুণ ক্রিকেটাররা। 

যে কারণে তরুণ ক্রিকেটারদের ঘরোয়া লিগ খেলার প্রতি তাগিদ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তিনি বলেন, আপনি যদি (টি-টোয়েন্টি ম্যাচে) মাত্র চার ওভার বোলিং করে বেশি অর্থ পান তাহলে টানা পাঁচ দিন টেস্ট ম্যাচ খেলার আগ্রহ হারাবেন। আমি মনে করি আমাদের তরুণ তারকা পেসার নাসিম শাহ, হারিস রউফ আর ওয়াসিম জুনিয়রদের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত। 

সাবেক এই অধিনায়ক আরও বলেন, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়াও তরুণ ক্রিকেটারদের অবশ্যই ঘরোয়া আরও দুই-তিনটি লিগে খেলা উচিত। আমাদের সময় থাকলে আমরা চার দিনের ম্যাচ খেলতাম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *