‘পাঠান’ বাংলাদেশে আসছে

pathan-collected
Spread the love

দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। ২৫ জানুয়ারি মুক্তি পায় তার ‘পাঠান’ সিনেমাটি। মুক্তির পর থেকেই সিনেমাটি বক্স অফিসে রাজত্ব করছে। শুরু থেকেই আলোচনা ছিল বাংলাদেশের পাঠান সিনেমা মুক্তি নিয়ে। অবশেষে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমাটি।রোববার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে দেশের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তির বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন একমত হয়েছিল। তাদের অনেকেই আজ সেখানে ছিলেন।

তারা বলেন, বাংলাদেশে হিন্দি সিনেমা আনা নিয়ে এসব সংগঠনের কোনো দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্ত হচ্ছে, প্রতি বছর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ১০টি হিন্দি সিনেমা দেখানো হবে।

বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ বাংলাদেশে মুক্তিতে কোনো বাধা নেই। ছবিটি ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। পাঠান ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছে। শাহরুখ খান ৪ বছর পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরেছেন।

গত বৃহস্পতিবার যশ রাজ ফিল্মসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘পাঠান দিবস’ উদযাপনের ঘোষণা দেওয়া হয়। ওই পোস্টে পাঠানের একটি পোস্টার লাগানো হয়। পোস্টারে লেখা, ‘আজ শুক্রবার পাঠান দিবস।’

এই ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। সালমান খানের একটি ক্যামিও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *