ভারতের মাটিতে টেস্ট সিরিজ হারার পথে অস্ট্রেলিয়া। চার ম্যাচের বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম দুই ম্যাচ শোচনীয়ভাবে হেরেছে। এখনো দুটি পরীক্ষা বাকি। টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। বৃহস্পতিবার সেই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
দলে ফিরেছেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। দুই অলরাউন্ডারই দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় পুরোপুরি ফিট হয়ে দলে ফিরেছেন তারা। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ মার্চ। প্রথম ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডেটি ১৯ মার্চ ভাইজাগে অনুষ্ঠিত হবে। ২২ মার্চ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শেষ ওডিআই খেলবে দুই দল।
অস্ট্রেলিয়া ওডিআই স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মারনাস লাবুশ্যাগনে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জে রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।