ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ফলে সারাদেশে গত ২৪ ঘন্টায় নতুনভাবে ৯ জন মানুষ মৃত্যুর শিকার হয়েছে। মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ১৭৬ জন। তাছাড়াও, এই বছরের মধ্যে প্রায় সর্বোচ্চ হাসপাতালে ২ হাজার ২৯২ জন চিকিৎসাধীন হয়েছে।
রোববার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু সম্পর্কে তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং এই অবস্থা বিভিন্ন সরকারী এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ২৯২ জন রোগী। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ৬৪ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২২৮ জন।