বায়তুল মোকাররম মুখরিত হাফেজদের উপস্থিতিতে

Baytul-mukarram-collected
Spread the love

দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুছল্লী কমিটির উদ্যোগে ঢাকা উত্তর অঞ্চলে ‘কুরআন নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’র অডিশন শুরু হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব প্রাঙ্গণ অনূর্ধ্ব-১৫ হাফিজের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।

শিশু-কিশোরদের সর্ববৃহৎ সমাবেশ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজক সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঢাকার উত্তরাঞ্চলের শতাধিক মাদরাসার হাফেজরা অংশ নেবেন। সর্বোচ্চ বয়সসীমা ১৫ বছর এবং ৩০ বছর বয়সী হাফেজরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

এই প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পাবেন ১০ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭ লাখ টাকা, তৃতীয় পুরস্কার ৫ লাখ টাকা, চতুর্থ ও পঞ্চম পুরস্কার ২ লাখ টাকা।

সাইখুল কুররা আন্তর্জাতিক হিফজ ও কেরাত প্রতিযোগিতার একমাত্র বাংলাদেশী বিচারক শায়খ ক্বারী আহমাদ বিন ইউসুফ আজহারী, ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. অলিউর রহমান খান, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা হামিদুল্লাহ, মুফতি হাফেজ মাওলানা ইমরান হোসেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ বজলুর রহমান। মাওলানা আইনুল আরিফিন, হাফেজ ক্বারী রায়হান, বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি হাফেজ মাওলানা মিজানুর রহমানসহ প্রখ্যাত হাফেজ। এই বিচারকরা বাংলাদেশের স্বনামধন্য ইসলামী প্রতিষ্ঠান ও মসজিদের ইমাম।

শায়খ ক্বারী আহমেদ বিন ইউসুফ আজহারী কালের কণ্ঠকে বলেন, বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ বাংলাদেশের সকল হাফেজের জন্য বিরাট কল্যাণ বয়ে আনবে। এর মাধ্যমে বাংলাদেশের যত হাফেজ কোরআন আছে, তারা কোরআন তেলাওয়াতকে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছেন। বিশ্বের বিভিন্ন দেশ আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসলিম কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের প্রান্তিক পর্যায়ের হাফেজরা অডিশন দিচ্ছেন। যা বিশ্বের বিভিন্ন দেশে কুরআন প্রতিযোগিতার আয়োজনের চেয়ে অনেক বেশি সাজানো ও সংগঠিত। বসুন্ধরা গ্রুপ সাধারণ মানুষকে কুরআন শরীফের সুরেলা তেলাওয়াত শোনার জন্য যে প্রেক্ষাপট তৈরি করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

এর আগে সারাদেশে ৯টি জোনে স্থানীয়ভাবে কোরআনের হাফেজ নির্বাচনের অডিশন অনুষ্ঠিত হয়। এর আগে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, ফরিদপুর ও বরিশালে বিভিন্ন তারিখে অডিশন নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *