ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বাংলাদেশ

ban vs eng-collected
Spread the love

হোয়াইটওয়াশ এড়াতে ম্যাচে সাকিবের ব্যাট হাতে অনবদ্য নৈপুণ্যে চট্টগ্রামে ইংলিশদের বিপক্ষে ৫০ রানে জয় পায় টাইগাররা। এই দুর্দান্ত জয়ের পর আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। 21 ম্যাচে ১৩ জয় ও ৮ হারে ১৩০ পয়েন্ট নিয়ে ছয় থেকে চারে উঠেছে টাইগাররা। আর এতেই কপাল পুড়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার।

নেট রান রেটে পিছিয়ে থাকায় এক ধাপ পিছিয়ে বাংলাদেশের সঙ্গে সমান পয়েন্ট পাওয়া বাবর আজমরা। আর ওয়ার্নার-স্মিথ ১৮ ম্যাচে ১২ জয় ও ৬ হারে ১২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছেন।

উল্লেখ্য, আগামী মে মাসের মধ্যে আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ সাতটি দল সরাসরি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তান ইতিমধ্যেই তালিকায় রয়েছে। দৌড়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর ইংল্যান্ড আইসিসি ওয়ানডে সুপার লিগে ১৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। এরপর ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। আর ভারত ১৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এর পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *