চাপে বাংলাদেশ, দ্রুত উইকেটের পতন

eng vs ban-collected
Spread the love

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান। মিরপুরের উইকেট আজকে খেলার অযোগ্য মনে হচ্ছে না। শট খেলা হচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ ব্যাটারই বাজে শটে আউট হচ্ছেন।

টসে জিতে ব্যাটিং শুরু করেন তামিম ইকবাল ও লিটন দাস। ৩৩ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায় পঞ্চম ওভারে। লিটন (৭) পরের বলেই এলবিডব্লিউ হয়ে যান ক্রিস ওকসকে ছক্কা মেরে স্কয়ার লেগের উপর দিয়ে দুর্দান্ত পুল শটে। রিভিউ নিয়ে বাঁচতে পারিনি। বাংলাদেশকে দ্বিতীয় ধাক্কা দেন মার্ক উড। অধিনায়ক তামিম ইকবাল (২৩) এই দ্রুতগতির পেসারকে রক্ষণ করতে গিয়ে বোল্ড হন। শান্ত-মুশফিক জুটি ছিল বেশ শক্ত। তবে স্লগ সুইপ করতে গিয়ে আদিল রশিদকে উইকেট উপহার দেন মুশফিক (১৭)।

৪৪ রানের একটি সম্ভাব্য জুটি ভেঙে যায়। একই শট খেলতে গিয়ে আউট হন সাকিবও। বোল্ড হওয়ার আগে ৮ রান করেন মঈন আলি। ভালো খেলতে থাকা নাজমুল হোসেন ৬৭ বলে শান্ত ফিফটি তুলে নেন। এরপর আর এগোতে পারেননি তিনি। জেসন রয়ের ৮২ বলে ৬ বাউন্ডারিসহ ৫৮ রানের ইনিংস থেমে যায় আদিল রশিদের গুগলি টেনে। সেই সঙ্গে পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৫৩ রানের জুটি ভেঙে যায়। এরপর মাহমুদউল্লাহ (৩১) মার্ক উডের বলে আউট হওয়ায় বেশ চাপে পড়ে বাংলাদেশ। ১৬২ রানে অপরাজিত ৬ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *