বিশ্বজুড়ে ধনীদের বদান্যতার হিসাব-নিকাশ করে ক্রনিকল অব ফিলানথ্রপি। এই ওয়েবসাইটের তথ্যানুসারে, ২০২২ সালে ব্যক্তি বা ফাউন্ডেশন মোট ৯ দশমিক ৩ বা ৯৩০ কোটি ডলার দান করেছে। আর তাদের মধ্যে সবার আগে আছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও শীর্ষ ধনী বিল গেটস।
২০২২ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে ৫০০ কোটি ডলার দিয়েছেন বিল গেটস। স্বাস্থ্য, উন্নয়ন, শিক্ষা ও নীতি–গবেষণায় এই অর্থ দান করেছেন বিল গেটস। গত বছরের জুলাই মাসে বিল গেটস বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২০ বিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দিয়ে হইচই ফেলে দেন। তবে ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, এই ২০ বিলিয়নের মধ্যে ১৫ বিলিয়ন ২০২১ সালে দেওয়ার অঙ্গীকার করেছিলেন বিল। তাই নতুন করে বিল ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার দিয়েছেন।